ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে শটগান-রাইফেলের অংশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
মোহাম্মদপুরে শটগান-রাইফেলের অংশ উদ্ধার

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বারুইখোলা ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সামনের খোলা জায়গা থেকে শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ জানতে পারে যে, মোহাম্মদপুরের বারুইখোলা সাদেক খান পাম্প সংলগ্ন ধানমন্ডি রিভারভিউ মডেল টাউনের নির্মাণাধীন বিল্ডিংয়ের সামনের খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রের কিছু অংশ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও রাইফেলের ভাঙা অংশ উদ্ধার করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।