ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

১০ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
১০ ডিগ্রির ঘরে দিনাজপুরের তাপমাত্রা 

দিনাজপুর: ক্রমেই কমছে উত্তরের জেলা দিনাজপুরের তাপমাত্রার পারদ। কুয়াশা কম থাকলেও হিমেল বাতাসের উপস্থিতি শীতের তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।

সকালে সূর্য উঠলেও প্রখরতা থাকে একেবারেই কম।  

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা এই মৌসুমের দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা।

একই সঙ্গে এটি দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে।  

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার (৪ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (৬ ডিসেম্বর)দিনাজপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়াবিদের ভাষায়, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটা মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে। আর যদি তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের আরও নিচে নেমে যায়, তাহলে তাকে তীব্রতর শৈত্যপ্রবাহ বলা হয়। সেই হিসেবে শনিবার দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরে। তাপমাত্রা আর কিছুটা কম হলেই এই জেলার ওপর দিয়ে বইবে শৈত্যপ্রবাহ।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, ধীরে ধীরে তাপমাত্রা কমে যাবে এবং ঘন কুয়াশার প্রাদুর্ভাব হবে। এই মাসেই শৈতপ্রবাহ বয়ে যাবে জেলার ওপর দিয়ে। এই মাসের দ্বিতীয়, সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।