ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা: বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ।

শনিবার (৭ ডিসেম্বর) তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে প্রায় ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বিসিএস তথ্য-সাধারণ ক্যাডারের ১৮তম ব্যাচের ও মহাসচিব মো. মামুন অর রশিদ ৩৬তম ব্যাচের কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।