ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর রেলস্টেশনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
বিমানবন্দর রেলস্টেশনে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে অনিয়মে জড়িত থাকায় একজন কনস্টেবল, একজন অন বোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব বিমানবন্দর স্টেশনে আকস্মিক পরিদর্শনে যান। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়৷

পরিদর্শনকালে সচিব স্টেশনের সার্বিক বিষয়াদি পরীক্ষা করেন। তিনি পরীক্ষাকালে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী ৭৪৩ নং আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কোচ গ-তে ৬ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করেন।

ওই যাত্রীদের ভাষ্যমতে তাদেরকে ট্রেনে কর্তব্যরত একজন কনস্টেবল টাকার বিনিময়ে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন। কর্তব্যরত কনস্টেবলকে তাৎক্ষণিকভাবে শনাক্ত করা হয়। এ ছাড়াও, ট্রেনের খাবার গাড়িতে কিছু বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। বিনা টিকিটে শনাক্তকৃত যাত্রীদের জরিমানাসহ টিকেট (ইএফটি) প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে খাবার গাড়িতে দায়িত্বরত অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের স্টুয়ার্ড ইমরান সেন্টু ও ক্যাটারিং সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের ম্যানেজার রাজ্জাককে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়।

একইসাথে, অনবোর্ড সেবাদানকারী ও ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান দুটিকে পরবর্তী কার্যদিবসে ‘কারণ দর্শানো’র জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। অপরদিকে, কর্তব্যরত অভিযুক্ত জিআরপি কনস্টেবলকে ট্রেনটির যাত্রাকালেই ময়মনসিংহ রেলস্টেশনে জিআরপি থানায় নামিয়ে দেওয়া হয়েছে এবং তাকে ঢাকা জেলা রেলওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়৷ সেই সাথে বিভাগীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেওয়া হয়েছে৷

বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।