ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
নলডাঙ্গায় দুপক্ষের সংঘর্ষ, আহত ৫ প্রতীকী ছবি

নাটোর: নাটোরের নলডাঙ্গায় জিয়া খালের দখল নিয়ে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকানপাট।

 

রোববার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার হালবিলের বাঁশিলা ও হালতি গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে।  

সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন- নলডাঙ্গার মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের বাসিন্দা এন্তাজ আলী (৫২), আবদুর রাজ্জাক (৩২), মৎস্যজীবী হাবিবুর রহান (৪৫) এবং হালতি গ্রামের মো. সেলিম (২৩) ও মো. উজ্জ্বল হোসেন (২২)।

জানা গেছে, হালতি বিলের মধ্য দিয়ে প্রবাহিত জিয়া খালের কিছু অংশ বাঁশিলা গ্রামের এবং কিছু অংশ হালতি গ্রামের অন্তর্গত। বিলের পানি শুকিয়ে যাওয়ায় ওই খালে মাছ ধরা শুরু হয়েছে। এ খালটি দীর্ঘদিন ধরে উন্মুক্ত জলাশয় হিসেবে স্থানীয় মৎস্যজীবী ও এলাকাবাসী ভোগ করে আসছিল। রোববার দুপুরে স্থানীয় হালতি গ্রামের বাসিন্দা ফলেন ও তার লোকজন লাঠিসোঁটা নিয়ে খালটি পুরোপুরি দখল নেওয়া চেষ্টা করেন। এ সময় বাধা দেন বাঁশিলা গ্রামের লোকজন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খালের ধারে থাকা বেশ কয়েকটি অস্থায়ী দোকান ও পাহারা কক্ষ ভাঙচুর করে হামলাকারীরা। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মনোয়ার জাহান বাংলানিউজকে জানান, উভয়পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।