ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে ফের দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
সিলেট সীমান্তে ফের দেড় কোটি টাকার চোরাই পণ্য আটক

সিলেট: সিলেট সীমান্ত এলাকায় চোরাই পথে ভারত থেকে আনা দেড় কোটি টাকার মালামাল আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

সোমবার (৯ ডিসেম্বর) ভোরে সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল আটক করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন সীমান্ত ফাঁড়ির জওয়ানরা।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, তামাবিল, পান্থুমাই, বিছনাকান্দি এবং কালাইরাগ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, সাবান, চকলেট, পোস্ত দানা, গরু, শীতের কম্বল, মদ জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন আটক করে। এ সময় চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৪৯ লাখ ২৯ হাজার ১০০ টাকা বলে জানানো হয়।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সদর দপ্তরের নির্দেশে সীমান্তে চোরাচালন বন্ধে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, রোববার (৮ ডিসেম্বর) আরও কোটি টাকার চোরাই পণ্য ও ভারতীয় বিয়ারসহ দুজনকে আটক করে বিজিবি। এরমধ্যে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, শুটকি, স্কিন সাইন ক্রিম, নিভিয়া সফট ক্রিম, কমলা, গরু, ফেনসিডিল ও বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, মাছ জব্দ করা হয়।

এছাড়া চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ দেখানো হয়। আটক এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য দেখানো হয় ৯৭ লাখ ৪৮ হাজার ১৫০ টাকা।

ওই ঘটনায় আটকরা হলেন, বিছানাকান্দি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মো. আবুল হোসেন (২৭) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিলপার গ্রামের মো. মনির মিয়ার ছেলে মো. মনছুর চৌধুরী (২৩)।

এসব সীমান্ত এলাকা থেকে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল আটক করা হয়। তবে চোরাকারবারীদের কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
এনইউ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ