ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাছ ধরাকে কেন্দ্র করে ঈশ্বরদীতে দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
মাছ ধরাকে কেন্দ্র করে ঈশ্বরদীতে দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩ আহতরা

পাবনা (ঈশ্বরদী): লিজ নেওয়া পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই গ্রুপে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে  তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।

বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন।  

রোববার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে।  

গুলিবিদ্ধ আহতরা হলেন- পাকশী ইউনিয়নের জফু বিশ্বাসের ছেলে সেলিম বিশ্বাস (৪৫), মৃত আফাজ উদ্দিনের ছেলে আইনুল ইসলাম (৫৮) ও আব্দুর রাজ্জাকের ছেলে নাছিম আহমেদ (২৭)। এরা সবাই বিএনপির স্থানীয় কর্মী।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর রাতে লিজ নেওয়া পুকুরে প্রায় ৬০ মণ মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মনোমালিন্য ও বিভেদ সৃষ্টি হয়। রোববার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে বসেছিলেন স্থানীয় বিএনপি কর্মী সেলিম বিশ্বাসসহ তার অনুসারীরা। এসময় একই দলের প্রতিপক্ষের আর একটি গ্রুপ দলবদ্ধভাবে এসে প্রথমে এলোপাতাড়িভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় বিএনপির কর্মী সেলিম ও আইনুলকে লক্ষ্য করে গুলি করলে তারাসহ তিনজন গুলিবিদ্ধ হয়। গুলিতে সেলিম ও আইনুলের হাতে ও পায়ে হাটুর নিচে গুলিবিদ্ধ হয়ে হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের পাঠানো হয়। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি দু'গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসারত। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো  কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হবে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।