ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য-অংশীদারিত্ব বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।  

জাপা চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন- পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।