ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত এক দুর্ঘটনাকবলিত ট্রাক

ফরিদপুর: ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতগামী লাবনী রেডিমেড মিক্সারের একটি ট্রাকের সংঘর্ষে মো. মিলন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

 

আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভুঁইয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এলাকাবাসী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে লাবনী রেডিমেড কনস্ট্রাকশনের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মিলন নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।  

ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বাংলানিউজকে বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মিলন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।