নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় মোছা. হাওয়া খাতুন (০৮) নামে এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সৎ মা মোছা. নুপুর বেগমকে আটক করেছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু হাওয়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে হাফিজুল ইসলাম পুকুর পাহারা দেওয়ার কাজ করেন। সেই পুকুরের পাড়েই স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ঘরে তিনি বসবাস করতেন। সোমবার সকালে সৎ মা নুপুর বেগম তার সতীনের আট বছরের মেয়ে হাওয়া খাতুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পুকুরের পানিতে ফেলে দেন।
এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিরোধ শুরু হলে একপর্যায়ে স্বামী মো. হাফিজুল ইসলাম বিষপান করেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর স্থানীয় লোকজন বিষয়টি জানার পর পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা নুপুর বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএ