ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারত থেকে দেশে এলো ব্যাডমিন্টন আম্পায়ার নাজিবের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ভারত থেকে দেশে এলো ব্যাডমিন্টন আম্পায়ার নাজিবের মরদেহ

সিলেট: আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়ে ভারতের গুয়াহাটিতে মারা যাওয়া আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের (৫২) মরদেহ বাংলাদেশে আনা হয়েছে।  

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহ হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) শামীম মিয়া মরদেহ হস্তান্তর প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, গত শনিবার ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলা পরিচালনার জন্য গিয়েছিলেন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল। ওইদিন সেখানকার একটি হোটেলে থাকেন তিনি। আয়োজকরা তার হোটেলে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে দরজা ভেঙে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আম্পায়ার নাজিব ইসমাইল রাসেলের মরদেহ তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিএসএফ’র উপস্থিতিতে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, বিজিবির উপস্থিতিতে বাংলাদেশি ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ মরদেহ গ্রহণ করে।  

এ সময় গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তামাবিল ইমিগ্রেশন পুলিশ ও ভারতীয় বিএসএফ এবং মেঘালয় রাজ্যের ওয়েস্ট জৈন্তিয়া হিলস জেলার ডাউকি থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্যও ছিলেন নাজিব ইসমাইল রাসেল। তিনি বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। প্রতিমাসেই বিভিন্ন দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিং করতেন।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।