ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ৩ মাদকসেবীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
ধুনটে ৩ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার তত্ত্বাবধায়নে সোমবার (৯ ডিসেম্বর) রাতে ধুনট সদর ইউনিয়নের বেলকুচি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানের নেতৃত্বে ছিলেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।

এ সময় তিনজন মাদকসেবীকে ১০০ টাকা করে জরিমানা ও তাদের তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলুকচি গ্রামের আলাউদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৫৫), কাজিপুর উপজেলার রহবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে রুবেল সরকার (২০) ও স্থলবাড়ী এলাকার জয়নাল আবেদীনের ছেলে রবিউল হাসান তমাল (২৯)।  

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল জানান, গোপন তথ্যের ভিত্তিতে বেলকুচি গ্রামে অভিযান চালিয়ে তিনজন মাদক সেবীকে আটক করা হয়। পরে স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।