ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয়নগরে ট্রাক-মাইক্রোবাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বিজয়নগরে ট্রাক-মাইক্রোবাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।  

বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার বারগুড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন মাইক্রোবাস যাত্রী হবিগঞ্জ জেলা মাধপুর থানার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইসা (১১ মাস), ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের মৃত লুত মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) এবং মাইক্রোবাসের চালক একই উপজেলার হরিপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে পাভেল মিয়া (৩০)।  

সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, সকালে কুমিল্লাগামী একটি ট্রাক বারগুড়িয়া এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের চালক পাভেল মারা যান।  

আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদের প্রথমে হবিগঞ্জ জেলার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।