সিলেট: সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হাসান পংকি (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রাফি আহমদ (১৩)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে উপজেলার কসেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুব ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের চাতলপাড় গ্রামের রমজান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহবুব ও তার ছেলে মোটরসাইকেল যোগে গোয়ালাবাজার যাচ্ছিলেন। পথে কসেরতল এলাকায় পৌঁছামাত্র হবিগঞ্জগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলসহ আরোহীরা অ্যাম্বুলেন্সের নিচে ঢুকে যান। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে রাফিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এনইউ/এসআরএস