খুলনা: খুলনায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রেজা শেখ (৩৫) নামে এক যুবকের পা কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে নগরের জিরোপয়েন্ট এলাকার মেসার্স সিকদার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আহত রেজা শেখ লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকার সুলতান শেখের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, জিরোপয়েন্ট এলাকায় রেজা শেখ অবস্থান করছিলেন। রাত পৌনে ৮টার দিকে পাঁচ-ছয়জন অস্ত্রধারী সন্ত্রাসী গিয়ে তার ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে মাথা ও পায়ে আঘাত করলে রেজা শেখের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একপর্যায়ে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
একটি সূত্র জানিয়েছে, ঘটনার সময় সন্ত্রাসীরা রেজা শেখকে কোপানোর পাশাপাশি চার রাউন্ড গুলিও ছুড়েছে।
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এমআরএম/এসআই
: