ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবীদের রোডমার্চ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
ইসকন নিষিদ্ধের দাবিতে আইনজীবীদের রোডমার্চ 

ফেনী: কট্টর হিন্দুত্ববাদী, দেশদ্রোহী সংগঠন ইসকন নিষিদ্ধ ও শহীদ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে ঢাকা-টু-চট্টগ্রাম আইনজীবীদের রোড মার্চ চলছে।  

এ রোড মার্চের অংশ হিসেবে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় ফেনীর মহিপালে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আইনজীবীদের সংগঠন ভয়েস অব ল ইয়ারসের আয়োজনে লং মার্চটি বিকেল সাড়ে ৩টার দিকে ফেনীর মহিপাল এসে পৌঁছায়।  

মহিপাল জিরো পয়েন্টে আয়োজিত সভায় যোগ দেন ফেনী জজকোর্টের আইনজীবীরাও। বক্তারা বলেন, যত দ্রুত সম্ভব চট্টগ্রামে কট্টর হিন্দুত্ববাদী ইসকনের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার করতে হবে এবং এ সংগঠনের সব কার্যক্রম বেআইনি ঘোষণা করতে হবে।  

পথসভায় বক্তব্য দেন- ভয়েস অব ল ইয়ারসের চিফ কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।