নাটোর: নাটোরের নলডাঙ্গায় রেল ব্রিজ পারাপারের সময় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. আজাদ প্রামাণিক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মাধনগর-বীরকুৎসা এলাকার কুঁচিয়ামারা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ প্রামাণিক উপজেলার পূর্ব মাধনগর এলাকার মৃত আবেদ প্রামাণিকের ছেলে।
মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মোমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, শনিবার বিকেলে আজাদ প্রামাণিক নিজ বাড়ি থেকে হেঁটে রেললাইন হয়ে বীরকুৎসার দিকে যাচ্ছিলেন। এসময় মাধনগর-বিরকুৎসা রেলওয়ে স্টেশনের মাঝে কুচিয়ামারা ব্রিজ পারাপারের সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্রিজের নিচে পড়ে যান আজাদ প্রামাণিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ খবরটি পেয়ে তাৎক্ষণিক সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়।
রেলওয়ের শান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
আরএ