ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

প্রজ্ঞাপন না নিয়ে জনপ্রশাসন ছাড়বেন না ‘বঞ্চিতরা’, সচিব বললেন ‘প্রসেস মানতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
প্রজ্ঞাপন না নিয়ে জনপ্রশাসন ছাড়বেন না ‘বঞ্চিতরা’, সচিব বললেন ‘প্রসেস মানতে হবে’

ঢাকা: সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানের দপ্তরের সামনে অবস্থান নিয়েছেন ‘বঞ্চিত’ কর্মকর্তারা। রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তারা অবস্থান নেন।

প্রায় দুই শতাধিক কর্মকর্তা বারান্দার মেঝেতে বসে পড়েন। একজনকে শুয়ে থাকতেও দেখা যায়।

কর্মকর্তারা বলছেন, বঞ্চনা নিরসনে আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে তারা জনপ্রশাসন মন্ত্রণালয় ছাড়বেন না।

বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসন সচিব অবস্থানরত বঞ্চিত কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে গেলে তোপের মুখে পড়েন। কর্মকর্তারা তার পদত্যাগ চেয়ে উচ্চস্বরে কথা বলেন। এসময় জনপ্রশাসন সচিব তার রুমে চলে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তিনি বলেন, বঞ্চিত নিরসন নামে কমিটি হয়েছে। আমি নিজেও এটার একজন আবেদনকারী। প্রজ্ঞাপন হলে আমারও নাম থাকবে।

তিনি বলেন, কমিটির মূল রিপোর্টে কার কী নাম, কাকে কোন পদবি দেওয়া হয়েছে, আপনারা জানেন যারা চাকরি করছেন মিনিমাম একটা প্রসেস আছে, আমাদের ঊর্ধ্বতন অফিস থেকে সরকার যখন এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে। তবে পজিটিভ। এটা অবশ্যই স্বল্প সময়ের মধ্যে, জনপ্রশাসনে আমি বলতে পারি একদিনের মধ্যে আমাদের লেভেলে করে দেবো। কারণ আমি নিজেও এটার আবেদনকারী।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, আজকের মধ্যে প্রজ্ঞাপন না হলে আমরা জনপ্রশাসন ছাড়বো না।

কর্মকর্তাদের অবস্থান এবং আজকের মধ্যে প্রজ্ঞাপনের দাবি নিয়ে সিনিয়র সচিব বলেন, আমরা যারা চাকরি করি এটা মানতে হবে, এটার বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। যাতে সময় বেশি না লাগে, সংক্ষিপ্ত সময়ে পেতে পারি। একদিনের মধ্যে আমাদের মন্ত্রণালয় প্রজ্ঞাপন করে দেবে।

এটা এসএসবিতে (সুপরিয়র সিলেকশন বোর্ড) উঠবে কি না, জানতে চাইলে সিনিয়র সচিব বলেন, না এটা এসএসবিতে উঠবে না। এটা ভিন্ন বিষয়।

বঞ্চিত ৭৬৪ জনকেই ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হবে, প্রশ্ন তিনি বলেন, এটা পদোন্নতি না এটা একটা সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধাসহ একটা পদ-পদবী দিয়ে জিও হবে। জোর ভিত্তিতে তারা টাকাগুলো পাবে। এটা সরকার নীতিগতভাবে একমত একটু সময়ের ব্যাপার। আমরা ১৬ বছর বঞ্চিত ছিলাম এখনো ১৬ দিনও তো হয়নি।

তারা পদে বসতে চাচ্ছেন, এ বিষয়ে সিনিয়র সচিব বলেন, সেটা আমার বলার বিষয় না। আমি সরকারের একটা অংশ, সরকারের কাজ করি। মূল বেনিফিটটা পেনশনে হবে, পুরো জীবনভর। তারা পদমর্যাদা পাবেন। এটা একটা জটিল বিষয়। ৫৩ বছরে আমরা এ ধরনের পরিস্থিতি পাইনি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআইএইচ/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।