ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে বাসচাপায় প্রাণ গেল পথচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
গোয়ালন্দে বাসচাপায় প্রাণ গেল পথচারীর প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় অজ্ঞাতনামা এক পথচারী ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন।  

রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি উত্তরবঙ্গ থেকে দৌলতদিয়ায় শ্রমিকের কাজ করার জন্য এসেছেন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ওই পথচারীকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী (হেলপার) পালিয়ে গেছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।