নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, আগুন লাগতেই পারে। যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আজ আমাদের এ অ্যায়ারনেস।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আরেফীন বলেন, এ প্রশিক্ষণ নিলে সহজেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। পাশাপাশি এর ফলে আহত ও নিহতের ঘটনাও কমে আসবে।
তিনি আরও বলেন, আমাদের হটলাইনগুলোতে কল দিয়ে লোকেশন বলবেন আমাদের টিম চলে যাবে। ১০২, ৯৯৯ যেকোনো বিপদে আপনারা এ হটলাইন নম্বরে কল করবেন। রাত ২টা হলেও আমাদের টিম চলে যাবে। আমাদের রেসপন্স টাইম ৩০ সেকেন্ড থাকে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআরপি/আরবি