ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফায়ার সার্ভিস সেবা ও প্রশিক্ষণ দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত: আরেফীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
ফায়ার সার্ভিস সেবা ও প্রশিক্ষণ দিতে ২৪ ঘণ্টা প্রস্তুত: আরেফীন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেছেন, আগুন লাগতেই পারে। যেন ক্ষয়ক্ষতি না হয় সেজন্য আজ আমাদের এ অ্যায়ারনেস।

আমরা ৫০ কোটি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছি অথচ এটা ধ্বংস হতে সময় লাগবে একদিন। সুতরাং আমরা যদি সচেতন থাকি এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলি তাহলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। এর জন্য আমাদের ট্রেনিং দরকার। আমরা এ সেবা দেওয়ার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য ২৪ ঘণ্টা প্রস্তুত।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয় দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আরেফীন বলেন, এ প্রশিক্ষণ নিলে সহজেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। পাশাপাশি এর ফলে আহত ও নিহতের ঘটনাও কমে আসবে।  

তিনি আরও বলেন, আমাদের হটলাইনগুলোতে কল দিয়ে লোকেশন বলবেন আমাদের টিম চলে যাবে। ১০২, ৯৯৯ যেকোনো বিপদে আপনারা এ হটলাইন নম্বরে কল করবেন। রাত ২টা হলেও আমাদের টিম চলে যাবে। আমাদের রেসপন্স টাইম ৩০ সেকেন্ড থাকে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।