ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট সীমান্তে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
সিলেট সীমান্তে পৌনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট: শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা পৌনে দুই কোটি টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

 

রোববার (১৫ ডিসেম্বর) বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা, কালাইরাগ, নোয়াকোট, দমদমিয়া, কালাসাদেক, বিছনাকান্দি, ডিবিরহাওর, উৎমা, লবিয়ার বিওপির জোয়ানরা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, আপেল, চিনি, গরু, শীতের কম্বল, জিরা, চা-পাতা, চকলেট, সাবান, গরুর মাংস, সুপারি, মদ, ফেনসিডিল এবং বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ মালামালের আনুমানিক মূল্য এক কোটি ৭৫ লাখ ৬১ হাজার ৩০০ টাকা।

এদিকে বৃহস্পতি ও শুক্রবার (১২ ও ১৩ ডিসেম্বর) আরও প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য ও বিপুল পরিমাণ ভারতীয় চিনি, মহিষ, গরু, কম্বল, সাবান, চা পাতা, চকলেট, সুপারি, পান, ফুচকা, মদ ও ফেনসিডিল বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও মাছ জব্দ করা হয়।

এছাড়া চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ দেখানো হয়। জব্দ এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ৮০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।