ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িমারী স্থলবন্দরে অবৈধ পণ্যসহ ভারতীয় ট্রাকচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বুড়িমারী স্থলবন্দরে অবৈধ পণ্যসহ ভারতীয় ট্রাকচালক আটক

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে অবৈধ ভারতীয় পণ্য ও ট্রাকসহ ফিরোজ রহমান (৩৫) নামে একজন চালককে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

রোববার (১৫ ডিসেম্বর) সকালে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আটক ভারতীয় ট্রাকচালক কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর  চ্যাংড়াবান্ধা এলাকার মৃত ইয়াকুব রহমানের ছেলে।  

বিজিবি জানান, ভারত থেকে বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে আসা ভারতীয় ট্রাক সীমান্তের ৮৪২/১ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে এলে সন্দেহজনকভাবে ট্রাকটি শনিবার বিকেলে আটক করে বুড়িমারী বিওপির টহল দলের সদস্যরা। পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে এক বোতল, ৩৯০টি স্ক্রিন ক্রিম, ১৬টি সিসা তেল, একটি মোবাইলফোন, একটি ভারতীয় সীম, ১ হাজার ১৯০ রুপি, পাঁচ সৌদি রিয়াল জব্দ বিজিবি। আটককৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার ২৩৫ টাকা। অবৈধ পণ্য নিয়ে আসার অভিযোগে ট্রাকচালক ফিরোজ রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিজিবি।  

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিজিপির পক্ষ থেকে থানায় একটি মামলা দেওয়া হয়েছে। আটককৃত ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।