বগুড়া: বগুড়ায় গভীর রাতে র্যাবের পোশাক পরে এক কলেজশিক্ষার্থীকে অপহরণের ঘটনা ঘটে। পরে ওই শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতে গিয়ে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় আটক হন দুই নারী।
তাদের কাছ থেকে তথ্য নিয়ে পরে অপহৃত শিক্ষার্থীকে হাত-পা বাঁধা অবস্থায় নরসিংদীর মাধবদী থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে বগুড়া সদর থানায় মামলা করা হয়েছে।
অপহৃত শিক্ষার্থীর নাম ফেরদৌস সরকার (২৫)। বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র তিনি। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের হাবিল সরকারের ছেলে ফেরদৌস।
বগুড়া সদর থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে শহরের জহুরুল নগর এলাকার একটি ছাত্রাবাসে আসেন র্যাবের পোশাক পরে আসা কয়েকজন। এ সময় ফেরদৌসকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান তারা।
ফেরদৌসের পরিবারের সদস্যরা জানান, মাইক্রোবাসযোগে আসা র্যাবের পোশাক পরা কয়েকজন ছাত্রাবাস থেকে ফেরদৌসকে ডেকে বের করেন। এরপর তাকে মারধর করে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। শনিবার সকালে আমাদের কাছে ফোন করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দুপুর পর্যন্ত তারা বিভিন্ন নম্বরে বিকাশ এবং নগদের মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেয়। কিন্তু তারপরেও ফেরদৌসকে মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করতে থাকে। পরে বিষয়টি বগুড়া জেলা পুলিশকে জানালে পুলিশ তৎপরতা শুরু করে। বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ বিকাশে টাকা নিতে আসা দুই নারীকে আটক করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, অপহরণের ঘটনায় ফেরদৌসের স্ত্রী মাহবুবা বেগম বাদী হয়ে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া সদর থানায় মামলা করেন। নারায়ণগঞ্জে আটক নারী ও তার মাকে এবং নরসিংদীর মাধবদী থেকে অপহৃত ফেরদৌসকে বগুড়ায় নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসএএইচ