ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে ‘ছিনতাইকারী’ সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
গুলিস্তানে ‘ছিনতাইকারী’ সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।  

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।  

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত পাল জানান, সন্ধ্যায় খবর পান, গুলিস্তান স্কয়ার মার্কেটের সামনে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে ধরে গণপিটুনি দিয়েছে জনগণ। পরে আহাদ পুলিশ বক্সের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি জানান, এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে রয়েছে জিন্স প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এজেডএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।