নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি অফিস, দপ্তর, স্কুল, কলেজ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের চাষাঢ়া বিজয় স্তম্বে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমআরপি/জেএইচ