সাভার (ঢাকা): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারামন বিবি হল থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অন্য শিক্ষার্থীরা।
জানা গেছে, মৃত ওই শিক্ষার্থীর নাম তাকিয়া তাসনিম।
শিক্ষার্থীরা বলছেন, প্রেমিকের সাথে অভিমান করে শিক্ষার্থী তাকিয়া তাসনিম গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন। তাকিয়া রবিবার (১৫ ডিসেম্বর) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের নিজ কক্ষে আত্মহত্যা করেন। আত্মহত্যার সময় তার প্রেমিক ভিডিও কলে ছিলেন।
শিক্ষার্থীরা আরও জানায়, প্রেমিক সাব্বির তাকিয়ার বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করার অনুরোধ জানান। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় বিশ্ববিদ্যালয় মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ড. শরিফুলকে হলে ডেকে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তারামন বিবি হলের প্রাধ্যক্ষ ড. আবেদা সুলতানা বলেন, ভোর ৫ টার দিকে জানতে পারি তাকিয়া গলায় ফাঁসি নিয়েছে। তাৎক্ষণিক মেডিকেল সেন্টারের ইমারজেন্সিতে কল করলে দায়িত্বরত চিকিৎসক ডা. শরিফুল হলে আসেন। পরে তিনিই মুঠোফোনে শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, তাকিয়ার পরিবারের সাথে কথা হয়েছে। তার বাবা এসে তাকিয়ার লাশ নিয়ে যাবেন।
পরে এই ব্যাপারে আশুলিয়া থানার সঙ্গে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, তাসনিমের মরদেহ বর্তমানে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। পরিবারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমএম