রাঙামাটি: মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জামায়াত ইসলাম।
সোমবার (১৬ ডিসেম্বর) রাঙামাটি পৌর জামায়াতের উদ্যোগে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় কমিটির মজলিসে সূরা সদস্য অধ্যাপক আব্দুল আলিম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির বলেন, ফ্যাসিস্ট সরকার এ দেশটাকে ধ্বংস করেছে। দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ভোটবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে বিলীন করে ক্ষমতায় ঠিকে ছিল। বাংলার মানুষ তা কখনো মেনে নেয়নি। এক নব বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার এবং তাদের দোসরদের পরাজিত করা হয়েছে।
আমির আরও বলেন, জামায়াত ইসলামের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। যেখানে সব বৈষম্যের ঊর্ধ্বে উঠে সুখী, শান্তি, সম্প্রীতিময় সোনার বাংলাদেশ রচিত হবে। আমির এ সময় মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করেন।
রাঙামাটি পৌর জামায়াতের আমির ও জেলা সূরা সদস্য মো. মাইনুদ্দিনের সভাপতিত্বে এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জেলার সূরা সদস্য অ্যাডভোকেট মো. রহমত উল্লাহর পরিচালনায় এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুল হক, পৌর জামায়াতের দায়িত্বশীল সদস্য মো. সাজ্জাদুল ইসলাম, মো. জয়নাল আবেদীন, মো. আহমদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
আরএ