ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় ভাড়া বাসা থেকে তাজনেহার (৪৫) নামে এক নারীর গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাজনেহার ওই উপজেলার দক্ষিণ কৈখালী এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি একজন মাছ বিক্রেতা।
জানা গেছে, গতকাল রাতে তাজনেহার কাঁঠালিয়া বাজারে মাছ বিক্রি করে বাসায় আসেন। রাতে তিনি বাসায় একাই ছিলেন। তাকে হত্যা করে টাকা পয়সা নিয়ে যায় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকালে তাজনেহারের মা রাশিদা বেগম বাসায় এলে তাজনেহারের মরদেহ ফ্লোরে পড়া দেখতে পায়। এ সময় ঘরের দরজা খোলা ছিল। রাশিদার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।
কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালাল আকন বলেন, তাজনেহার একজন মাছ ব্যবসায়ী। তিনি গতকাল রাতে মাছ বিক্রি করে বাসায় আসেন। হয়তো তার টাকা পয়সা নিয়ে তাকে হত্যা করে পালিয়ে গেছেন দুর্বৃত্তরা। তার স্বামী ও সন্তান ঢাকায় থাকেন তিনি একা বাসা ভাড়া নিয়ে কাঁঠালিয়ায় থাকতেন।
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআরএস