ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
কিডনি রোগীর চিকিৎসা আর আইফোন কিনতে ডাকাতির চেষ্টা: পুলিশ ডাকাতির চেষ্টায় ব্যাংকে ঢুকে পড়ে তিনজন, পরে তারা আত্মসমর্পণ করে।

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা চালানো তিনজন দাবি করেছে, তারা এক কিডনি রোগীর চিকিৎসার জন্য এবং নিজেরা আইফোন কিনতে ডাকাতি করতে এসেছিল। আত্মসমর্পণের পর তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

এই তিনজনের মধ্যে একজনের নাম মো. লিয়ন মোল্লা নিরব (২২)। অন্য দুজন কিশোর।  তিনজনই স্থানীয় বাসিন্দা। নিরবের কাছে পাওয়া ড্রাইভিং লাইসেন্স থেকে জানা যায়, তার নিজ জেলা গোপালগঞ্জ।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মঈদ এক সংবাদ সম্মেলনে জানান, ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করে তিনজন। আটক করার পর তাদের হাতে ১৮ লাখ নগদ টাকা ও চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়।  

তিনি বলেন, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এ কারণে তারা ব্যাংকে ডাকাতি করতে যায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার কথা জানায় তারা।

বেলা দুইটার দিকে ব্যাংকের ভেতরে ডাকাত দল হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী জড়ো হতে থাকেন। একপর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়।  

এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল চারটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।

ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

যৌথ বাহিনীর কড়া অবস্থানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে তিনজন। সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

আরও পড়ুন
** গ্রাহকের মাথায় ‘খেলনার পিস্তল’ ঠেকিয়ে ব্যাগে ১৮ লাখ টাকা ভরে ডাকাতরা
**জানা গেল তিন ডাকাতের নাম, তাদের কাছ থেকে যা জব্দ হলো
**কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ
** আত্মসমর্পণের আগে ‘সেফ এক্সিট’ চেয়েছিলেন ডাকাতরা
** রূপালী ব্যাংকের যে গেট দিয়ে ঢোকে ডাকাতরা
** ডাকাতদের সঙ্গে ‘সমঝোতা’র চেষ্টায় যৌথবাহিনী, সাড়া না মিললে অভিযান
** মসজিদের মাইকে ব্যাংকে ডাকাত পড়ার খবর, গেট বন্ধ করেন ব্যবসায়ীরা
** জিঞ্জিরায় রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে ফেলেছে যৌথবাহিনী

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪ 
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।