ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংক ডাকাতির চেষ্টা, আসামিদের ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
ব্যাংক ডাকাতির চেষ্টা, আসামিদের ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ গ্রেপ্তার ৩ ডাকাত: ফাইল ফটো

ঢাকা: ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুলকুঠিয়া জিনজিরা শাখার রূপালি ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় আটক তিন ডাকাতকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জ থানার (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। রূপালি ব্যাংকে ডাকাতির ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। এ মামলায় আটক তিন ডাকাতকে আসামি করা হয়েছে। তিন আসামিকে সাতদিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংক জিঞ্জিরা শাখার দ্বিতীয় তলায় প্রবেশ করে।

ব্যাংকে প্রবেশের পরপরই নিচতলায় বিভিন্ন ব্যবসায়ী ডাকাতদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের প্রবেশ ও বের হওয়ার দরজাটি বন্ধ করে দেন। এরপরই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো ব্যাংকটি ঘিরে ফেলেন।

রূপালী ব্যাংকের ভেতরে অবস্থান করা ডাকাতদের সঙ্গে কথা বলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়। এছাড়া ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়।

ব্যাংকের ভেতরে ওই সময় কর্মকর্তাসহ  ১০ থেকে ১২ জন স্টাফ ছিলেন। এ ছাড়া কয়েকজন গ্রাহক ছিলেন। তারা সবাই ডাকাতদের হাতে জিম্মি ছিলেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতির চেষ্টা: অস্ত্রসহ ৩ জনের আত্মসমর্পণ

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।