ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
ফরিদপুরে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২  প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুর শহরের পূর্ব টেপাখোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- ফয়সাল ও নজ রুল।  

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) জানান, গ্রেপ্তার ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার (১৮ ডিসেম্বর) কোতোয়ালি থানায় এসে অভিযোগ করেছেন। কামরুন্নাহার অভিযোগ জানান, তার স্বামী ফয়সালের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরেন। এমন অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুল নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে নজরুলের বড়িতে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।