রাজবাড়ী: নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতাকে এগিয়ে নিতে শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী শহরের জিপি কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করে বসুন্ধরা সিমেন্ট।
কর্মশালায় স্থানীয় সুপরিচিত রাজমিস্ত্রিরা অংশ নেন। কর্মশালার শুরুতে বসুন্ধরা সিমেন্টের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এতে বসুন্ধরা সিমেন্টের গুণাবলী, সঠিক ব্যবহার এবং নির্মাণশিল্পীদের কর্মদক্ষতা উন্নয়নে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এছাড়া স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের কাজের বাস্তব অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ করেন।
কর্মশালায় ফরিদপুর জোনের ডেপুটি ম্যানেজার ওমর ফারুকের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন- বসুন্ধরা সিমেন্ট সেক্টর দক্ষিণ অঞ্চলের ডিজিএম মো. শাহাদাৎ হোসেন, ফরিদপুর জোনের সিনিয়র ম্যানেজার কবির আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ শেখ আমির হামজা প্রমুখ।
বক্তারা নির্মাণকাজে দক্ষ কর্মীর ভূমিকা এবং উন্নতমানের সিমেন্ট ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও গুণগতমান বজায় রেখে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বসুন্ধরা সিমেন্টের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেসার্স ডিউক এন্টারপ্রাইজের রইচ উদ্দিন আহম্মেদ ডিউক, শাহিন করপোরেশনের কাজী আব্দুস সবুর শাহিন, মেসার্স বকুল সহা এন্টারপ্রাইজের বকুল চন্দ্র সাহা, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের আবু নাসের মহিউদ্দিন প্রমুখ।
তারা উপস্থিত রাজমিস্ত্রিদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বসুন্ধরা সিমেন্টের সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
কর্মশালা শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে ১০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়া কর্মশালায় অংশ নেওয়া নির্মাণশিল্পীদের বিশেষ উপহার দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ