সিলেট: এক কমলার দাম ২ লাখ টাকা! শুনতে আশ্চর্য লাগলেও সিলেটে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে।
সিলেটের প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে ২ লাখ টাকা বিক্রি হয়েছে একটি কমলা।
রোববার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে মাদরাসা কর্তৃপক্ষ বলেন, শনিবার ( ২৮ ডিসেম্বর) রাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, ওইদিন পৌর এলাকার গোঘারকুল ইসলামিয়া মতিলা মাদরাসায় ওয়াজ-মাহফিল ছিল। মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)।
মাহফিল চলাকালে এক প্রবাসী সায়্যিদ আছজাদ আল মাদানী (র.) -কে খাওয়ার জন্য কমলা দান করেন। এ সময় তিনি ওই কমলাটি মাহফিলে নিলাম করেন।
কমলাটি নিয়ে নিলামের ডাক দিলে তখন মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এনইউ/এসএএইচ