ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রিন্টু গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রিন্টু গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শিল্পপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ।

গ্রেপ্তার রিন্টু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ঘনিষ্ঠ, তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, রিন্টুকে হত্যা মামলার গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া তার নিজ জেলায় তার বিরুদ্ধে মামলা আছে। সোমবার রিন্টুকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।