ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

চীনে প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
চীনে প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন

ঢাকা: চীনের শেনজেন শহরে বসবাসরত বাংলাদেশিদের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) শেনজেন কেন্দ্রীয় পার্কে আলোচনা সভা, প্রীতিভোজ, খেলাধুলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে শতাধিক প্রবাসী বাংলাদেশি ও চীনা নাগরিকদের উপস্থিতিতে দিনব্যাপী এ বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়।

প্রবাসী সাংবাদিক এসএম আল-আমিনের সঞ্চালনায় দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে বাৎসরিক বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন শেনজেনের বিশিষ্ট ব্যবসায়ী এসএম ইয়াসির আরাফাত হোসেন।

এ ছাড়াও আলোচনা পর্বে বক্তব্য রাখেন শেনজেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী মোক্তার হোসেন, জাহাঙ্গীর হোসেন, জেমস মৃধা, জনি খান, মো. রুমান হোসেন, জাহিদ হাসান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ঐক্যবদ্ধভাবে থেকে বাংলাদেশের উন্নয়নে নিজেদের ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি বাঙালি সংস্কৃতি চর্চায় ও নিজেদের সম্প্রীতি বৃদ্ধি করার লক্ষ্য আগামী দিনেও এমন অনুষ্ঠান আয়োজনের অঙ্গীকার করেন।

আলোচনা সভা শেষে হাঁড়ি ভাঙা, দড়ি টানা, বালিশ খেলা ও র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন কমিউনিটির নেতারা।

বাংলাদেশ সময়: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।