খুলনা: পৌষের শেষে খুলনায় কনকনে শীতে কাঁপছে মানুষ। শুক্রবার (৩ জানুয়ারি) ও শনিবার (৪ জানুয়ারি) ২ দিন ধরে দেখা মিলছে না সূর্যের।
ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা সঙ্কুচিত হয়ে পড়ায় সড়কে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শীতের তীব্রতার কারণে ঠান্ডাজনিত নানান রোগ-ব্যাধির প্রকোপ বেড়েছে। হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারদের চেম্বারে ভিড় বাড়ছে রোগীর।
এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে খুলনায় বেড়েছে শীতের পোশাক বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে ফুটপাত থেকে শুরু করে সুপার মার্কেটগুলো।
শনিবার (৪ জানুয়ারি) সকালে খুলনা আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বাংলানিউজকে বলেন, শুক্রবার খুলনার তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকায় শুক্রবারের থেকে শনিবার তাপমাত্রা একটু বেড়েছে। সামনে আরও শীত বাড়বে। জানুয়ারি মাসজুড়েই শীতের প্রকোপ থাকবে খুলনায়।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
এমআরএম/এমএম