ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
রাজধানীতে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪

ঢাকা: রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা ও প্রায় চার কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন—মো. সাইফুল ইসলাম সাব্বির (২১), মো. নাজমুল ইসলাম সুজন (১৯), মোছা. সেতারা বেগম (২৫) ও. আ. হামিদ (৩১)।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর রাজারবাগ ও ফকিরাপুল এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজারবাগ পুলিশ লাইন্সের ২ নং গেটের সামনে থেকে তিন কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ সাইফুল ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়। পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ফকিরাপুল শতাব্দী টাওয়ারের সামনে থেকে ১০০০ পিস ইয়াবাসহ সেতারা বেগম ও হামিদকে গ্রেপ্তার করা হয়।

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।