ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
সিংড়ায় বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত বাসচাপায় নিহত মোটরসাইকেলের দুই আরোহীর মরদেহ

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার নিংগইন (শুটকির খোলা) এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আফতাব নগর খিয়ানী মধ্যপাড়া গ্রামের মো. মনজুর রহমানের মো. নাদিম মাহমুদ (২৫) ও একই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (৩৫)। আহত ব্যক্তি হলেন ওই একই এলাকার সাবের প্রামাণিকের ছেলে মো. শামসুদ্দিন (৪০)।  

জানা গেছে, বিকেলে নাদিম, রুবেল ও শামসুদ্দিন বগুড়া থেকে একই মোটরসাইেকেলে করে নাটোর-বগুড়া মহাসড়ক হয়ে নলডাঙ্গা উপজেলার হালতিবিলের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সিংড়া উপজেলার নিংগইন (শুটকির খোলা) এলাকায় এলে তারা নাটোরগামী যাত্রীবাহী একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করেন। এ সময় বাসের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল ছিটকে পড়ে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই নাদিম ও রুবেলের মৃত্যু হয় এবং গুরুতর জখম হন শামসুদ্দিন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুজনকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত ব্যক্তিকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, হতাহত ওই তিনজনই হাঁস লালন-পালন করেন। হালতিবিলে তাদের হাঁসের ভ্রাম্যমাণ খামার আছে। সেখানে যাওয়ার উদ্দেশেই মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে তারা রওনা দেন এবং পথে এই দুর্ঘটনার শিকার হন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।