যশোর: যশোরের কেশবপুর উপজেলায় যুবলীগের নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে নিরীহ মানুষের নামে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ উঠেছে। দুই ভাই পতিত সরকারের আমলে একটি ইউনিয়নের তিন শতাধিক মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
এ কাজে তাদের সহযোগিতা করেছিলেন প্রথমে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এবং পরে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে স্থানীয় বাজারে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহির উদ্দিন বিশ্বাস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে পাঁজিয়া ইউনিয়নের সাধারণ মানুষ যুবলীগের নেতা দুই ভাইয়ের অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি এবং দখলদারিত্বের কাছে জিম্মি হয়ে পড়েছিলেন। এই দুই ভাই হলেন কেশবপুর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু ও পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাজমুল হোসেন।
মহির উদ্দিন বিশ্বাস অভিযোগ করেন, যুবলীগের এই দুই নেতার কাজই ছিল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো। তাদের চাঁদাবাজিতে এলাকাবাসী তটস্থ ছিলেন। চাঁদা দাবি করে না পেয়ে পুলিশের সহযোগিতায় ইউনিয়নের তিন শতাধিক মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলাও দিয়েছিল তারা। এসব মামলা এখনো চলমান। সেসময় পুলিশ ও ডিবি পুলিশের অত্যাচারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এলাকায় ঠিকমতো থাকতে পারেননি।
তিনি আরও অভিযোগ করেন, আবু সাঈদ লাভলু ও নাজমুল হোসেন পতিত সরকারের আমলে অনেকের মাছের ঘের দখল করে নিয়েছেন। সেসব বিষয়ে কথা বলতে গেলে উল্টো বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চালাচ্ছেন তারা।
সংবাদ সম্মেলনে ওই দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একইসাথে তারা নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে উল্লেখ করে এ বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়হান রানা, নির্মল মন্ডল এবং নিত্য মন্ডল।
বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এমজেএফ