ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
জয়দেবপুরে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত

গাজীপুর: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে সিরাজগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে ঘটনায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঘটনা ঘটেছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জ্জামান জামান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জেগামী সিরাজগঞ্জ এক্সপ্রেসটি জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছায়। ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় ইঞ্জিন লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ঘটনার পর উদ্ধারকারী টিম ট্রেনের ইঞ্জিন উদ্ধারে কাজ করছে। তবে এ ঘটনায় ওই রুটে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।