ঢাকা: রাজধানীর উত্তরখানে অটোরিকশা চুরির ঘটনায় চোর দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পাশাপাশি উদ্ধার করা হয়েছে চুরি হওয়া অটোরিকশার যন্ত্রাংশ।
গ্রেপ্তাররা হলেন- আ. সালাম (২৫) ও স্বাধীন (১৯)।
রোববার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মো. আবু সামা (৪২) পেশায় একজন অটোরিকশা চালক। তিনি তার ছেলে মোহাম্মদ মিলন বাবুকে (২০) মাসিক কিস্তিতে একটি অটোরিকশা কিনে দেন। অটোরিকশা চালিয়ে তার ছেলে মিলন জীবিকা নির্বাহ করতো। গত ১০ জানুয়ারি দুপুর আনুমানিক সোয়া ১টায় মিলন তার অটোরিকশাটি উত্তরখান থানার মোহাম্মদিয়া জামে মসজিদের পাশে রেখে জুমার নামাজ পড়তে যায়। নামাজ শেষ করে এসে মিলন দেখতে পায় তার অটোরিকশাটি নেই। এ ঘটনায় মিলনের বাবা মো. আবু সামা বাদী হয়ে উত্তরখান থানায় একটি চুরির মামলা করেন।
তিনি আরও জানান, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িত চোর দলের অন্যতম সদস্য সালামের অবস্থান শনাক্ত করা হয়। তারপর শনিবার (১১ জানুয়ারি) রাত ৭টায় উত্তরখান থানার চাঁনপাড়া কাজীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সালামের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় উত্তরখান থানার মাস্টারপাড়া এলাকা থেকে স্বাধীনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ হতে চুরি হওয়া অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য একলাখ ২২ হাজার টাকা। গ্রেপ্তার সালাম ও স্বাধীন অটোরিকশা চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত পলাতক অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসসি/জেএইচ