ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক ২ আটক ডাকাতদলের দুই সদস্য

বরিশাল: বরিশালের উজিরপুরে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।  

আটকরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার গাফফার মিয়ার ছেলে ফোরকান (৩২) ও চাঁদপুরের হাইমচর থানার উত্তর বগুলা এলাকার জমির আলী হাওলাদারের ছেলে ইমরান (২৬)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) ভোর পৌনে ৪টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের মোড়াকাঠি এলাকার জামাল সরদারের বসতঘরে ১৪ থেকে ১৫ জনের ডাকাতদল হানা দেয়। এ সময় ডাকাতদলের সদস্যরা ভেতরে ঢুকলে ঘরের বাসিন্দারা টের পেয়ে ডাক-চিৎকার শুরু করে।  

এতে ডাকাতদলের সদস্যরা ক্ষিপ্ত হয়ে বাড়ির বাসিন্দা জামাল সরদার, তার মেয়ে মনি বেগম ও ইতালিপ্রবাসী মেয়ে জামাই রাশেদ খানকে মারধর করে এবং আলমিরা ভেঙে নগদ ১০ লাখ টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।  

এদিকে স্থানীয়রা বাড়ির বাসিন্দাদের ডাক-চিৎকার শুনে ঘটনাস্থলে আসে এবং ধাওয়া দিয়ে ফোরকান ও ইমরানকে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।  

বাড়ির বাসিন্দা জামাল সরদার জানান, আটক ডাকাতদের কাছ থেকে লুটের ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের সদস্যরা আসেন। আটকদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

স্থানীয় জনতা ডাকাতদলের দুই সদস্যকে পুলিশের হাতে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

এদিকে থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডাকাতির ওই ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করা হয়েছে। যাদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পাশাপাশি উদ্ধার হওয়া বিভিন্ন আলামত খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।