খুলনা: খুলনায় মুখোশধারী একদল সন্ত্রাসীরা শাহীন (৪০) নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার চেষ্টা করেছে।
শনিবার রাত সোয়া ১০ টার দিকে মহানগরীর মিস্ত্রিপাড়া এলাকার রসুলবাগ মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
আহত যুবক ওই এলাকার জোনাব আলীর ছেলে। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি)এডিসি (মিডিয়া) মোহাঃ আহসান হাবীব বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থানাধীন রসুলবাগ মসজিদের সামনে অবস্থান করছিল শাহিন। এ সময় অজ্ঞাত ৫/৬ জন মুখোশ পরা সন্ত্রাসী শাহীনের উপর গুলি চালায়। এতে শাহিনের কানের পাশে ও পিঠে গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ শাহিন নগরীর ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এমআরএম/এমএম