ঢাকা: রাজধানীর বিজয়নগর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু মোল্লা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
সাজুর বাড়ি গোপালগঞ্জের সদর উপজেলায়। বর্তমানে মুগদার মান্ডা এলাকায় থাকতেন। তার বাবার নাম মোতালেব মোল্লা।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. বায়জিদ জানান, বিজয়নগর এলাকার একটি বাসার প্রাইভেটকার চালান সাজু। রাতে মুগদার বাসা থেকে নিজের অটোরিকশায় করে তাকে নিয়ে আসেন বিজয়নগর। বিজয়নগর পানির ট্যাংকি এলাকায় তাকে নামিয়ে দিয়ে তিনি রাস্তার উল্টো পাশে গিয়ে চা পান করছিলেন। এর কয়েক মিনিট পর গলি থেকে চিৎকার শুনতে পান এবং তার নাম ধরে ডাকতে শুনেন। তখন তিনি দৌড়ে রাস্তার উল্টো পাশে গিয়ে তাকে আর দেখতে পাননি। পরে স্থানীয়রা থানা পুলিশে ফোনকল করলে পুলিশের সহযোগিতায় একটি গলি থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তার ধারণা গলি দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন সাজু। তার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়াওর চেষ্টা করলে সাজু বাধা দেওয়ায় তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এজেডএস/আরবি