ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২০০৪ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২০০৪ মামলা

ঢাকা: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার চারজনকে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সোমবার (২০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগ এসব মামলা করে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মামলা ছাড়াও এদিন অভিযানকালে ৭১টি গাড়ি ডাম্পিং ও ৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।