মাদারীপুর: মাদারীপুরে ১১০ বোতল ফেনসিডিলসহ মো. এনামুল দর্জি নামে এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে আদালতে তোলা হয়।
এর আগে সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এনামুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি এনামুল জেলা সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইব্রাহীম দর্জির ছেলে। এনামুলের নামে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, অনেকদিন ধরেই এলাকায় প্রকাশ্যেই মাদক বেচাকেনা করছিলেন এনামুল। মাদকের সরবরাহ বন্ধে দীর্ঘদিন ধরে এলাকাবাসী এনামুলের বিরোধিতা করে প্রশাসনের কাছে অভিযোগ জানায়। সর্বশেষ গোপন খবরে জেলার গোয়েন্দা পুলিশ জানতে পারে ঝিকরহাটি এলাকায় ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে এসেছেন এনামুল। পরে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ এনামুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় কৌশলে পালিয়ে যান এনামুলের সহযোগী শফিক দর্জি (৩৫), সুমন দর্জি (৩৫) ও ইমরান দর্জি (২০)। পলাতক ওই তিন সহযোগীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা বলেন, ‘এনামুল দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও ছিনতাইসহ নয়টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে নতুন একটি মামলা করেছে। পরে আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশনা দেন।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসআরএস