রাজশাহী: রাজশাহী-৪ আসনের সাবেক এমপি কারাবন্দি আবুল কালাম আজাদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
দুদক জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানানো হয়েছে, মামলার কপি জেলা ও দায়রা জজ আদালতেও পাঠানো হয়েছে। দ্রুতই আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করা হবে।
এমপি হওয়ার আগে আবুল কালাম আজাদ রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার মেয়র ছিলেন। মেয়র থাকাকালে তিনি ঠিকাদার ও কর্মকর্তাদের যোগসাজশে এই পৌরসভা থেকে মোট ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে প্রথমবার এমপি নির্বাচিত হন আবুল কালাম আজাদ।
দুদকের মামলায় সাবেক মেয়র ও এমপি আবুল কালাম ছাড়াও রাজশাহীর নিউমার্কেট এলাকার ঠিকাদার খালেদ মোহাম্মদ সেলিম, তাহেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের এবং উপসহকারী প্রকৌশলী জাহিদুল হককে আসামি করা হয়েছে।
দুদক রাজশাহী জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক বোরহান উদ্দিন জানিয়েছেন, পরিবেশ ও জলবায়ু তহবিলের ১৩ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প পেয়েছিল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা। ওই প্রকল্পে ৪ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ২৫ টাকায় ৪১৫ মিটার বেড়িবাঁধ নির্মাণের কাজ ছিল। সম্প্রতি দুদকের কাছে অভিযোগ আসে যে, টেন্ডারে থাকা পরিধির চেয়ে কম বেড়িবাঁধ নির্মাণ করা হলেও বিল পুরো কাজেরই তোলা হয়ে গেছে।
এরপর দুদক অনুসন্ধান চালিয়ে দেখে, কাজ হয়েছে ৪০৫ মিটারের। কিন্তু ঠিকাদারকে পুরো ৪১৫ মিটারেরই বিল দেওয়া হয়েছে। অবশিষ্ট ১০ মিটার কাজ না করলেও অতিরিক্ত ৩৩ লাখ ৬৫ হাজার ৬৬১ টাকা বিল এরইমধ্যে পরিশোধ করা হয়ে গেছে। আর এই টাকা আসামিরা পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেছেন।
এদিকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাগমারার সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে বন্দি আছেন।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এসএস/এমজেএফ