ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা কথা বলতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা কথা বলতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে  

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। তাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে কথা বলতে মন্ত্রণালয়ের মধ্যে প্রবেশ করেছেন।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাঈন উদ্দীন বলেন, আমাদের মধ্য থেকে চারজন উপদেষ্টার সঙ্গে দেখা করবো। সেখানে আমাদের দাবি তুলে ধরবো। এরপর আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত নেবো।

এদিন সকালে চার দফা দাবি নিয়ে কারওয়ানবাজারে সড়ক অবরোধ করেন তারা। বেলা ১১টার পর পুলিশ তাদের কারওয়ানবাজার থেকে সরিয়ে দেন। ১১টা ৪০ মিনিটের দিকে তারা কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মন্ত্রণালয় অভিমুখে রওনা দেন।

এর আগে, পুলিশের তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান জানান, উনারা সকাল নয়টা থেকে এখানে অবস্থান নিয়েছিল। আমরা আধা ঘণ্টা আগে তাদেরকে অনুরোধ করেছিলাম, তারা যেন রাস্তাটি ছেড়ে দেয়। এখানে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে, অনেক রোগীর যাতায়াত করে৷ তাদের যাতায়াতে অসুবিধা তৈরি হচ্ছিল। ওনারা আমাদেরকে বলেছিল, আলোচনা করে আমাদেরকে জানাবে। কিন্তু যেহেতু ওনারা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেনি, তখন আমরা তাদেরকে অবরোধ করে রাস্তার পাশে সরিয়ে দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএমআই/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।