ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ শাকিলের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
শহীদ শাকিলের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শহীদ শাকিলের জন্মবার্ষিকী উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদ জুলফিকার আহমেদ শাকিলের ২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ২৩ জানুয়ারি ‘তোমার চোখে বাংলাদেশ’ শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) আমাদের পাঠশালায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ, চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে শহীদ শাকিলের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা সভায় শহীদ জুলফিকার আহমেদ শাকিলকে নিয়ে স্মৃতিচারণ ও তাঁর স্বপ্ন নিয়ে আলোচনা করেন বন্ধু ও স্বজনরা।



চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন। শিক্ষক ও সংগঠক রণজিৎ মজুমদার রিংকু, চারুশিল্পী মমিন মুক্তার সবুজ, বিকেএসপির কারাতে কোচ-আরিফুল ইসলাম আশিক, বাংলাদেশ  ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের সভাপতি আল-আমীন রহমান, আমাদের পাঠশালার শিক্ষক শরিফুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।