ফরিদপুর: ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে ১৩ মাস বয়সী এক শিশুর পাকস্থলীর ভেতর থেকে রিংসহ চাবি বের করা হয়েছে। এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে অসাবধানতাবশত আটকে থাকা রিংসহ দুটি চাবি সফলভাবে অপসারণ করেছেন ডা. নিমাই দাস ও তার দক্ষ টিম।
শনিবার (২৫ জানুয়ারি) রাতে হাসপাতালটির চিকিৎসক ডা. নিমাই দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওই চাবি বের করা হয়। এ সফল অপারেশন হ্যাপি হসপিটালের গ্যাস্ট্রো লিভার টিমের অভিজ্ঞতা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল উদাহরণ বলে দাবি তার।
তিনি আরও বলেন, শুধু তাই নয়, অত্যন্ত দক্ষতার সঙ্গে এন্ডোস্কোপিক পলিপেকটমি, কোলোনোস্কোপিক পলিপেকটমি, লিভার সিরোসিস রোগীদের জন্য এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন এবং ব্যথামুক্ত নিয়মিত এন্ডোস্কপি ও কোলোনোস্কপি কার্যক্রম পরিচালনা করে আসছে এই হসপিটালটি। এছাড়া এন্ডোস্কোপি বা কোলোনোস্কপি মেশিনের মাধ্যমে পাকস্থলীতে বা শরীরের অন্য অংশে আটকে থাকা বস্তু অপসারণের মতো জটিল চিকিৎসা পদ্ধতিও সফলতার সঙ্গে সম্পন্ন করছে হ্যাপি হাসপাতাল।
এ সফল প্রচেষ্টা শুধু চিকিৎসা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অর্জন নয় বরং রোগীদের সুরক্ষা ও যত্নে হ্যাপি হসপিটালের অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ বলে জানান পাকস্থলী থেকে চাবি বের হওয়া শিশুটির পরিবার।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
আরআইএস